অপ্রতীক সুর, প্রণতি চরণে,
সুস্থ, সবল আমি;ধন্য আমি তব কিরণে।
বর্ষিত মম শিয়রে করুনা ধারা--
অন্ন-বস্ত্র-আবাস ; হই নিকো কভু হারা।
যাঁহা যাচি;না করেছ বিফল,
জ্ঞান মান মর্যাদা মোর সকলি সফল।
তব করুণায় অন্যা বিদ্যা ও করাধীন,
যতটুকু ছিল প্রয়োজন, পূর্ণ এ অধীন।
এ জীবনে অধমের তব পদে এ মিনতি-
`ভালো মন` দিও পরের জনমে, দিও ভালো মতি।
প্রভু! `ভালো মন` নাহি কেন পাই?
জানি যাব চলি;সব ছাড়ি অবগাই।
তোমার চরণে যদি হয় মোর ঠাঁই-
অশান্ত এ চিত্ত আর কিছু নাহি চাই।
পাই যেন `শুদ্ধ চিত্ত` দেহান্তরে---
কিছু নাহি বাসনা আর এ পোড়া অন্তরে।