ইচ্ছেরা ডানা মেলে উড়তেই পারে!
বাস্তব জানি বড্ড শক্ত।
লাগামের রাশ থাক মুঠো তে,
নইলে? মন খানা মিছে হবে অক্ত।
যদি কোনো অবসরে;
মন কভু আসে ঘুরে,
লাগামে করে রাখ বন্দী।
কল্পনা, বাস্তব; নেই কোনো সন্ধি!
উড়ে যাক মন খানা সুদূরে!
ফিরে যেন আসে হেথা ঠিক ঠাখ।
দু চোখের স্বপ্ন পূরণের,
শ্রম চাই, প্রেম চাই ঝাঁক ঝাঁক।
স্বপ্ন কে বাস্তবে মার টান;
সব বাঁধা দূরে যাক কর পণ,
লক্ষ্যে;মন কর বন্দী।
কল্পনা বাস্তবে হোক তবে সন্ধি!