প্রাণহীন
যখন আমার এ দেহখানি
থাকিবে কফিনে ঢাকা;
দেখিবে কি তাহা টানি,
প্রাণহীন তনু ফাঁকা।
পড়িবে কি স্মৃতি মনে;
জাগিবে কি ভালোবাসা!
জাগিবে কি সেই গীতি,
মনে ছিল যত আশা।
যত কাজ না হল সারা;
মনে করে দেবে তুমি।
নাকি হবে দিশেহারা,
কফিনে দেখিব আমি।
স্বান্তনা না পারি দিতে;
কফিনেতে শুয়ে শুয়ে।
আঁখিজল না পারি মোছাতে
সকলি যাইবে সয়ে।
করিবে কি অভিমান তাতে;
আমার এ হাতখানি।
চিবুকে না পারিব ছোঁয়াতে,
দেবে কি ঘোমটা মুখে টানি।
জড়ায়ে না ধরিব তোমায়;
সাঙ্গ করি সব পালাগান।
চলি যাব কি জানি কোথায়,
সাঙ্গ করি জীবনের সব অবসান