তোমার বাড়ি থাকি;
তিন কুলে নেই কোথাও,
আমার ভালোই কাটে দিন।

বৃষ্টি যেদিন পড়ে-
বারান্দায় আসি;দাঁড়াই আনমনে!
গায়ের গন্ধে বেহুঁশ হয় বিলিন।

বাড়িতে দুখান ঘর;
তার একটি আমার দখল,
তোমার কষ্টে কাটে দিন!

জ্বালায় তোমায় বড়ো;
মজাও ভালো জমে,
দিন বাড়ে আমার ঋণ!

শব্দ জোড়া পাল্টে নিয়ে-
বর্ণ বিভ্রম খেলি;
বুঝিয়ে একটু বলি।

বলের জোতল বললে আমি,
জলের বোতল পাই;
ব আর জ পাল্টে দিয়ে হাসিতে লোটাই।

চরম গা নাম হয় যা ছিল গরম চা;
ছুটির সারা বেলা,
জমে ভালো খেলা!

আফশোষ একটাই;
কি করে বোঝায়,
বুঝবেই বা কে? তবু চেষ্টা করে দেখি!

আমার নেই কেউ তিন কূলে;
কি জানি কি হত ভালো,
তুমি, আমার কেউ হলে!

পারতে হতে মা;
না হলে বা বোন,
নিদেনপক্ষে বন্ধু হলেও উতরে যেত মন।

বুঝেছি অনেক পরে;
সবার কিছুর উপর তুমি!
ভুলতে না পারি,তুমি একজন নারী!

  

         ***পৃথিবীর সকল নারীদের
               জন্য আমার বিনম্র শ্রদ্ধা***