হায় মোর পাঠাগার!
কার তুমি, তুমি কার?
কেউ নেই পড়বার;
ভয় সব হারাবার-
পাঠাগার!
থিক থিক ভিড় ছিল একদিন;
নাড়িটান যেত সবে প্রতিদিন।
মুঠো ফোন পাঠাগারে চমকায়,
পাঠাগার একা কাঁদে জোছনায়।
হায় প্রিয় পাঠাগার!
দিন দিন কমে ভিড় কক্ষে;
বেদনার হাহাকার বক্ষে!
বাদামি পাতা সব, নির্ঝর খসখস শব্দ;
সবকিছু দম যেন বন্ধ!
জল ঝরে অনিবার----পাঠাগার!
ঝরে পড়া যৌবন-
মন শুধু টনটন!
স্মৃতি ফেরে বারবার বার-বার;
স্মৃতি বড় যাতনার, স্মৃতি বড় বেদনার!
পাঠাগার!
একদিন ধুলোবালি জ মতো ;
জৌলুস হারিয়ে ও মেঝে গান গাই তো।
আজ সব বই ঢাকা আছে ধূলিকণা,
শেষ কি তাই তুমি ষোলোআনা!
স্মৃতি সব? পাঠাগার!
ফিরে এসো ভালোবেসে,
পাঠকের বড় আজ দরকার।
শূণ্য হৃদয় কাঁদে শূন্যে,
পূর্ণ হৃদয় কর পূণ্যে।
ডাকে শুধু তোমাকেই পাঠাগার।