বন্ধু বলে হাত বাড়ালেই;
হাত ধরব?
কেন আঁক মন ক্যামেরায় এমন ছবি?
হাত তার-ই ধরতে পারি
মিলবে যখন---!
লজ্জা পেলে মিলন শুনে?
শোনো তবে গল্প বলি।
আঁকবে ছবি মনের মাঝে,
রাখবে যেথা খুশি মনে;
তোমার আমি।
আমার পাশে থাকবে আর ও;
পিতা মাতার চরণ খানি।
শুধু কি তাই?
রাখতে হবে বাড়ির সবে,
বন্ধু সুজন যেথায় যত। পারবে?
পারবে যেদিন সত্যি করে--
সেদিন এসো।
অনেক বড় মনের মাঝে;
আঁকতে হবে অনেক ছবি!
জা নিয়ে দিও তাড়াতাড়ি,
না পারলে?
অন্য কার ও হাত ধরব।
মন খানা যার খোলা আকাশ,
তার-ই হাত ধরতে পারি।
পা-র-বে----!