চার দেওয়ালের বদ্ধ ঘরে,
তোমার আমি, নয় আমি।
মুক্ত আকাশ যেথায় চুমে;
সেই তুমি, আর আমার আমি।
সাগর যেথা উথলে ওঠে;
আনন্দে তার বুক ফোলা!
তোমার বুকে আমিই আছি;
তোমার আমি মন ভোলা।
জ্যোৎস্না যেথা দুধ ঝরায়-
খোলা মাঠের মন ভরায়।
সেইখানে মন, তোমার আমি;
সেথায় শুধু আমার তুমি।
বদ্ধ ঘরে, খেলার ছলে;
যাইনি আমি তোমায় ভুলে।
মন নিরালায় মনের কোনে,
লুকিয়ে থাকো আমার মনে।
খেলার পর, ক্লান্ত আমি!
যখন পড়ি শীত ঘুমে।
তোমার শরীর চাদর হয়ে;
সারাটা রাত যাই চুমে!
আমার আমি বদ্ধ ঘরে
তোমার আমি দিল খোলা
ঠিক দেখা হয় রোজ নিরালায়
সকাল দুপুর সব বেলা
তোমার আমি পেঁজা তুলো;
তুমিই আমার নীল আকাশ।
তোমার বুকে, আমার আমি;
সুখ ঝরে যে বারোমাস!