হঠাৎ একটা গাছ কে প্রশ্ন করলাম;
এখানে দাঁড়িয়ে আছিস কেন?
শাখা দুলিয়ে, ফুল ছড়িয়ে; বলল-
তোর জন্যে।
গাছের তলা থেকে একটা পথ শুরু হয়েছে।
পথের শেষ ও হতেই পারে!
পথকে শুধলাম; কিরে?
বুক চিতিয়ে শুয়ে আছিস কেন?
উঠে দাঁড়া।
পথ মুচকি হেসে বলল-
এতেই আমার সুখ।
কেমন আমার বুক মাড়িয়ে---
আর কিছু বলল না।
বুঝলাম,
শিখলাম,
অনেক অনেক অনেক কিছু।