ন‌ই তবু শহুরে

জন্মেছি শহরে-
বড়ো হ‌ওয়া শহরে;
ন‌ই তবু শহুরে।

পড়ালেখা করে আজ ডাক্তার হয়েছি,
মানবের সেবা করা ধর্ম; বুঝেছি।
গ্রামে এসে পড়ে আছি শহরের ভবঘুরে।

শহরের অর্থ;
বুঝেছি অনর্থ।
ন‌ই আমি শহুরে;
সব ছেড়ে তাই আজ ; বহুদূরে।

যাব না-তো টাকা নিয়ে স্বর্গে;
অনেক পয়সা আছে শহরের মর্গে!
গ্রামে আমি হয়ে আছি ঈশ্বর,
খেদ নেই মনে মোর ছেড়েছি স্মৃতি ঘেরা; এ শহর।
বুঝি বহুদূরে আছি;
মানুষের কাছাকাছি!


চাইনা বাঁচতে এই প্রাণহীন শহরে;
সব কিছু শহরে; ন‌ই তবু শহুরে।