শিরায় শিরায় ধ্বনিত হোক একটি নাম নেতাজী,
বিশ্ববাসীর প্রাণের প্রদীপ সুভাষ জী।
ভয়ে সারা আত্মহারা ব্রিটিশ সেনা,
কখন সুভাষ করবে আঘাত হানবে হানা।
যুবক শিরায় রক্ত বাজে চাই স্বাধীন,
থাকবে না আর ভারতবর্ষ কার ও অধীন।
অস্ত্র কাঁধে এগিয়ে চলে আজাদ হিন্দ,
নাড়িয়ে দিয়ে গোরা কালার শক্ত ভিত।
বারে বারে কারাগারে তাই সুভাষ,
এগার বারে ও কারাগারে ছড়ায় সুবাস।
আগলে রাখার সুভাষ বোসকে নেইকো বল,
রক্ত দিয়ে ও স্বাধীনতা এগিয়ে চল।
হাজার সেনার সামনে আছেন সুভাষ বীর,
ব্রিটিশ এবার ভারত ছাড়ো ডাক গম্ভীর।
তোমার জন্যে স্বাধীন ভারত তোমাকে আমরা ভুলব
কি!
ভারতবাসীর প্রানে থাকুক নেতাজী সুভাষ, সুভাষ
জী।