বাসছো ভালো কোন জনে!
কোন্ নিরালায় নির্জনে?
ভালো-বাসো সেই জনে।
কাঁদছে যে জন তোর তরে,
তাকিয়ে আছে পথ প'রে;
যে জন থাকে তোর তরে।
দেখলে যাকে মন ভরে,
দেখলে নয়ন, জল ঝরে;
ডেকেই দেখ্ মন, মন ভরে।
চাইনা কিছু তোর্ কাছে,
দু'হাত বাড়িয়ে সদা আছে;
চলে সদাই তোর্ পিছে।
যাবি যখন সব ছেড়ে,
থাকবে সবে পিছনে পড়ে;
যাবেই সে-জন তোর্ তরে।
আবার যদি পাঠাই ভবে,
ফিরবি ভবে তার তরে;
নাও খানা ভাসিয়ে দিবি তারপরে।