ভালবেসে,
অবশেষে-
দিয়েছি সিন্দুর সোহাগে।
মুছে দিলে অব হেলে নিজের আবেগে!
লাল দাগ মুছে ফেলে;
কারও কাছে গেলে চলে;
হৃদয়ে গভীর ক্ষত,
মনে পড়ে অবিরত,
সিন্দুরে কাটেনি দাগ - -
তোমার হৃদয়ে;
শুধু, ভেঙেছি আমার মন!
হয়তো বা আর ও কিছু-
হয়তো বা ভালোবাসা - -
আরও আরও কিছু - - -
মন যা চাই, তার তরে;
ছিন্ন করেছ ডোর।
বুঝে গেছ মনে মনে;
নষ্ট এ জীবনে; সিন্দুরের কত দাম!
বুঝে গেছ বড় তাড়াতাড়ি;
এ জীবন স্থিতিশীল নয়;
এ জীবন স্রোতে ভেসে থাকা;
এ জীবন উদ্দাম নৃত্যের;
এ জীবন ভাঙ্গা গড়া খেলা;
এ জীবন শুধু যৌবনের;
এ জীবন শুধু আনন্দের।
ঘৃণা ভরে অব হেলে চলে গেলে তাই?
অথবা বুঝেছ তুমি- -
নষ্ট চাওনি আমার,
ভালবেসে--
অবশেষে,
চলে গেলে তাই!