নববর্ষ
একটা বছর আসে ; আর একটা যায়;
সেই মানুষটা পশু থাকে কভু না বদলায়।
ভাবছি এখন সেই পশু টা মানুষ হবে এবার,
একটা বছর যায় পেরিয়ে কিছু না হয় তার।
একটা বছর আসে , আর একটা যায়,
মানুষ পশু পশু মানুষ হিসেব নাহি পাই।
পশু গুলোর মন কেন পায় সবার মানুষজন?
মানুষ গুলো পশুর মনে ঘোরে সর্ব ক্ষন।
একটা বছর আসে আর একটা যায় চলে,
সেই মানুষটা বদলাবে না তার ইহ কালে!