না দণ্ড
তস্কর দ্রব্য রাখে ব্রক্ষ্মর্ষির কাছে;
মৌনী ঋষি পান সাজা তস্কর রূপে।
বিচারে ঋষির শূলদণ্ড হল,
শূলবিদ্ধ ঋষি তবু জীবিত রহিল।
তাঁরে ছাড়ি দিলে তিনি যমালয়ে যান;
যমরাজের বিদ্ধ করে ঋষি বাণ।
ক্রোধে রক্তচক্ষু শুধান মহা ঋষি-
শাস্তি কেন তার? তিনি কোন দোষে দোষী?
উত্তরিল যমরাজ পতঙ্গ ধরেন বাল্য কালে;
পুচ্ছদেশে তৃণ বিদ্ধ করেন খেলাচ্ছলে।
ক্রোধে ঋষি যমরাজ দেন অভিশপন;
বিদুর নামে হবে যমের পৃথিবীতে জনম।
অনীমাণ্ডব্য ঋষিবর আরও দিলেন বিধান;
দণ্ড না হবে চতুর্দশ বৎসর কাল কোনো পাপে, তাঁরই
নিধান।