মরণ ছায়া
তোমার চোখে প্রথমে ছিল মনমোহিনী মায়া;
তোমার চোখে দেখেছিলাম আমার মরণ ছায়া।
বর্তমান ও ভূত ভুলেই গেলাম আমি
বললে আমায় আমিই তোমার স্বামী।
বুঝিনি তোমার ছল;
মনে প্রাণে হলাম দূর্বল।
যখন সবই দিলাম সঁপে;
ফিরলে তুমি আসল রূপে।
কাটলো নেশা কাটলো সকল মায়া;
তোমার চোখে জাগলো আমার, আমার মরণ ছায়া।