মনে করে দিও
ও মা? কাজ সারা কি হল তোর;
একটু আয় না কাছে মোর।
একা একা আর খেলব কত!
সঙ্গী ছাড়া যায় কি খেলা মনের মত?
পাশের বাড়ির দাদা বিলে,
সারাদিন তো বোনের সাথে খেলে;
পিসির মেয়ে; আমার তুতুন দিদি
খেলে ভায়ের সাথে যদি,
আমি কেন খেলব মাগো একা?
কাজ করিস পরে; দে না মা দেখা।
বাবাকে আমি বলেছিনু ;
আনতে কিনে ভাই কিম্বা বোনু,
হেসে বাবা তা-কালো তোর দিকে,
বলল আমায় আনব কিনে; দেবই দেব তোকে।
বাবা কি গেল ভুলে? বাবার কত্ত কাজ,
বাবা যখন ফিরবে বাড়ি, ঘুমাবো না আজ।
অনেক রাত থাকবো জেগে আমি;
আমায় মনে করে দিও মাগো তুমি।