মিনতি



ভুল করে যত করি ভুল;
দিতে হয় সব ভুলের মাশুল,
ঠিক করে যদি করি ভুল,
মাশুল অনেক বাড়ে।

                     

                      ঠিক করে যেন অপরের ক্ষতি;
                      মনে ও না আনি ' অগতির গতি',
                      তোমার চরণে এ মোর প্রণতি,
                      ক্ষম কর তুমি মোরে।



ভুল করে যদি করি কোনো পাপ;
হৃদয় জ্বালিয়ে দিও অনুতাপ,
দিও যদি মোরে অভিসন্তাপ,
তা যেন সহ্য করিতে পারি।

                     

                    কামনা করি যদি কার ও অমঙ্গল;
                    বন্ধ কর হে সেই অর্গল,
                    মন করে রাখ সদা নির্মল,
                    তব পদে এ মিনতি আমি করি।