পাখির মতো উড়তে যদি পারি;
দেয়নি মোরে ছোট্ট দুটি ডানা।
হত ই দেখা তোমার সাথে রোজ;
যা পেয়েছি অনেক যদি ভাবি;
থাকতো না এ মিছে, ভাবনা আনাগোনা।
ফুলের মতো সুবাস যদি পেতাম;
রাঙিয়ে তোমার হৃদয় তাহলে দিতাম।
সূর্য হলে প'রে , বৃষ্টি ঝরার শেষে;
রামধনু রং তোমার ভালে এঁকে;
হাসির ঝিলিক দিয়ে গল্প ও শোনাতাম।
অনেক কথা বলতে পারি আমি;
থাকলে এটা, সেটা; আর ও কতই কি।
যা পেয়েছি অনেক যদি ভাবি;
থাকতো না এ মিছে, ভাবনা আনাগোনা;
ইচ্ছে টা নেই ভালো তোমায় রাখি।
নেই গল্প মিছেই বলে থাকি;
যা আছে তাই দিতে ই পারে সুখ।
থাকবে খুশি সেটা ও আমি জানি;
কেবল ঢালি সকল মিথ্যে রচনা;
আসলে আমরা চাই না কে হই সুখ।
কেবল শুধু দূরে রাখার ছল;
এই,ওই, সেই মিছে কথার বল।
যা আছে তাই হতেই পারি সুখি;
কেবল মিছে ভাবনা আনাগোনা;
ভালো বাসা নেইকো আমার জানা।