তোমাকে দিলাম অযুত অযুত প্রতিশ্রতি;
এক লহমায় ছিনিয়ে নিলাম মিথ্যে কেবল
ভালোবাসা।
ভরিয়ে দিলাম মনটা তোমার বিষ ঢেলে তাই
অবিশ্বাসে!
করবে না প্রেম আর কোনদিন;
ভুলে ও কভু কার ও সাথে।
কেমন করে করবে তুমি? কোন সাহসে?
ঠখিয়েছিল আমাকে কেউ! তোমার মতো-
বাঁধবে সে ঘর আমার সাথে-
লুটে নিল যা কিছু সব এক পলকে এক আবেশে!
সেদিন থেকেই জ্বলছি আমি,
মিথ্যে প্রেমের মিথ্যে আশায়,
অযুত-নিযুত প্রতিশ্রুতি--একখানা ঘর-
একটা ফসল----ভালোবাসায়---!
ভরিয়ে দেবে হৃদয় আমার---আনবে ধরে --
একফালি চাঁদ আমার ঘরে---আদর করে--
সারাদিনের খাটুনি খেটে--- ঝাঁপ দেবে এই বুকের
পরে---
সাঁঝের তারা উঠবে হেসে খিলখিলিয়ে আলো করে!
জ্বালিয়ে দেব এই পৃথিবী,
জ্বালিয়ে দেব ভালোবাসা, মিথ্যে আশায়!
মিছে খেলার ভালোবাসায়।