অসম্ভবের হাতছানিতে,
মিথ্যে প্রলাপ হাজার শত।
ধার করা রোদ, সূর্য থেকে;
তোমার মতো, চাঁদের মত।
চাই না আমার মিথ্যে আলো,
রুপের অযুত ঝলকানি আর।
ধার করা রোদ, মেকি মেকআপ;
চাই না মেকি মনের আধার।
পারিস যদি যা আছে তোর; জোনাক হতে-
আসিস তবে আমার ঘরে।
তারার মতো আলো দিতে,
আলো করে আলো ধরে।
আলোর সাথে মিলুক পরাণ-
ক্ষুদ্র আলো জোনাক জ্বালা।
চাই না অমন রোদের ঝিলিক;
বলব কথা,কথা না বলা।
যা আছে তোর মনের গভীর-
হোক না গহীন আঁধার ভরা।
ধার করা গুন; দে ফেলে দে-
জ্বলুক মনে শুদ্ধ তারা।