মা কুমারী
ধূ ধূ প্রান্তরে,
চিল চিৎকারে।
নিজে শুনি আমি
আমি শুনি কানে,
ভালো আছো তুমি?
আছো কোনখানে?
হই আনমনা,
বুকে যন্ত্রণা,
তাকে শুধু কেন
শুধু পড়ে মনে
স্মৃতি কাঁদে কেন
খালি খনে খনে।
জন কোলাহলে
নগরের মাঝে
মনে পড়ে যায়
কাজে অ- কাজে।
কুমারী যে মা
বোঝে যারা জানে
শুধু তারা বোঝে
তারা শুধু মানে।
শুধু তারা কাঁদে
কাঁদে অন্তরে
শাপ কার বরে
পথ ভুল করে
ভুল করে বাঁচে
জ্বলে অন্তরে।
মা কেঁদে চলে
মরে বেঁচে জ্বলে
কেউ জানে না
চেনা প্রতিবেশী
হাসে আবডালে।
দিয়েছে যে কার হাতে তুলে
মোর বাছাখানা
আজ কোথা আছে?
আমি কুমারী
সে যে নেই কাছে
মা কুমারী
চোখে জল মোছে।
শুধু জল মোছে।