এখন একটু শক্ত আছি;        
দুঃখ কষ্ট মা দে ভরিয়ে।
বয়সকালে, সহ্য শক্তি
নিবি তো মা; সব ছিনিয়ে!

এখন আছি রসে বশে-
আছি আমি স্বজন প্রেমে;
দুঃখ দিলে হাত বোলাবে,
কত কথাই মুখে গা-বে।

দুঃখ যখন দিবি মা গো;
এখন দে মা ভরিয়ে দুখে।
বয়স কালে;  থাকবো একা,
থাকতে চাই না একটু সুখে!

সুখের দিনে সব স্বজনে;
কত  ভালো বলে লোকে।
ঘরের মানুষ 'নয়ন মণি';
হারায় না কেউ চোখে চোখে।

আনছি টা-কা বাড়ছে টাকা;
মনের কোণে,ঘরের কোণে।
বন্ধ যখন হবে টাকা--
ছাড়বে সবে এ সুজনে!

ছেলে মেয়ে থাকবে সুখে;
ছুটবে তারা নিজের করে।
থাকবো তখন মা ব্যটাতে;
থাকবো মা তোর চরণ ধরে।

একাল গিয়ে বয়সকালে;
ডাকবো মা এই পোড়া মনে,
থাকবে না কেউ 'আহা' করার;
থাকতে চাই মা তোর ই সনে।

দুঃখ যখন দিবি মাগো;
এখন দে মা উজাড় করে!
মনে প্রাণে শক্ত আছি;
রাখবো তারে পাথর করে।