লা ইলা হা ইল্লাল্লাহ----
ছেলে বেলায় আওয়াজ আসত কানে ,
কাঁচা ঘুমটা যেত ভেঙ্গে ; রোষ আসতো মনে।
এখন প্রহর গুনি!
মধুর আওয়াজ! কখন পাব শুনি।
সালাম মুহাম্মদ--
আল্লা ছাড়া আর , নেই কোনও মাবুদ।
জীবন মৃত্যু তার হাতে দোস্ত, তিনি ই চিরঞ্জীব
জানা- অজানা পাপের থেকে বিরত কর আজীম।
মুক্ত কর কুফর বিদাত ;
খণ্ড কর শিরক গীবত।
বুঝিনা আমি সূরা-আল-কাসাস
তোমাকে পাওয়ার জানিনা আয়াত
বুঝিনা ত্বা-সীন-মীম।
আমি না হিন্দু ; না , আমি মুসলিম।
শুধু নামাজ প্রহর গুনি
না আমি আল্লামা ; লা ইলা হা...শুনি।