আমার এক তারাটি ভাঙা,
তার সুর তো গেছে থেমে;
আমার মনের আগল খোলা,
সুর থাকবে কি তাই জমে!
আমার সুর উঠেছে মনে,
মন ভরেছে তার গানে;
আমার একতারা তো নাই,
আমি খালি গলায় গাই।
আমার গলায় সে সুর বাঁধা,
বলি রাধা কৃষ্ণ রাধা;
আমি রাধার তরে গাই,
আমার একতারা সুর নাই।
আমার মনের আগল খোলা
সেথা তাদের হাঁটা চলা,
আসল সুরে সুর মিলিয়ে তাদের কথা বলা;
এইতো আমি গাই তাদের দেখা পাই।
সব বৃথাই খেলা মিথ্যে মায়ায় চলা,
আমার এক তারাটি নাই;
আমি তাদের সুরে গাই,
আমার আর কিছু না চাই।