খেলার সাথী ছিল অনেক;
হারিয়ে গেছে সব!
সব হারিয়ে পেয়েছি আর ও-
পাইনি শৈশব।
খেলার পর যে যার সবে;
ফিরেছে নিজের ঘরে।
আমার ফেরার সময় কখন-
দাঁড়িয়ে আছি দ্বারে!
বন্ধু যত হারিয়ে গেছে;
যোগ নেই কার ও সাথ।
যদি ও আমি বাড়িয়েছিলাম-
আমার দুটি হাত।
যখন সময় গেল চলে;
তাদের কর্ম সারা।
আমার কবে সাঙ্গ প্রভু?
আমি যে দিশেহারা!
বুঝিয়ে দিলে কেউ কার ও নয়;
সবে দু'দিন খেলার সাথী।
আমি ও ঠিক যাবই চলে,
নিভবে যবে বাতি।
যেদিন যাব চলে প্রভু;
যাব কেমন করে!
সাথিরা সব জানে তবু,
বলল না তা মোরে!
এখনও হয়তো কর্ম বাকি,
তাইতো আছি আমি।
তোমার কর্ম তুমিই করাও,
তুমি অন্তর্যামী।