আঁকি বুকি শুধু কাটছি;
আর কাটছি।
ভুল পথে,
পথ চললেই;
মাঝে মাঝে ফিরে আসছি,
আর পাই দুখ্ ; মিছে ভাবছি।
যত ভুল পথ, পথে হয় যেন শেষ;
পিতার করুনা ঝরুক অশেষ;
সব ঠিক ভুল বুঝিনা কিছুই-
কোন পথে পথ চলছি!
যবে বুঝি ভুল-
বুঝি নেই অবসর!
সব ঠিক করে দিয়েছেন পিতা;
খেলি আমি হেথা,
তাঁর খেলাঘর।
দুঃখ এঁকেছেন বিশ্ব যে পিতা।
আমার রাম কিম্বা মা সীতা,
সয়েছেন যত-
দুখ্ তো পাইনি অত শত!
বৃথা মনে দুখ্ ধরে লাভ কি!
থাকি হাসিখুশি পাশে আছে যীশু;
কি যণ্ত্রণা সয়ে মুখে তবু হাসি-
তাই তো দেবতা;
এত ভালো বাসি;
কিছুতে তোমার মতো দুঃখ,
সত্যি সত্যি আমি
পাই কি!
ভুলে যাই যেন বিঁধেছে যে তীর;
ভালো থাক তারা-
চলা পথ করে চলেছে যারা অস্থির।
যত আছে মোর সুহৃদ সুজন;
প্রণতি তাদের ও দুটি চরণ-
পদে পদে বিষ ছড়িয়েছে যারা;
দূর হতে নিই তাদের ও স্মরণ,
ক্রশ বিঁধে প্রভু!
তবু হাসি মুখে-
ক্ষমা শিখিয়েছেন;
এই উজ-বুকে,
আঁকি বুকি কেটে দুখ ধরে বুকে
সত্যি আছে কিছু লাভ কি!
থাকো যারা ভুল দুখে;
থাকো তারা সুখে।
ধরা মাঝে যত অবতার-
কেউ কভু প্রভু না পাই নিস্তার;
আল্লা ,বুদ্ধ ----
সাথে যীশু, হরি-
কি যাতনা মোরা দিয়েছি তাঁদের!
থাকো হাসিমুখে--;
তাঁদের কষ্ট স্মরি!