খান খান
স্নায়ু নাড়ী টান টান;
নীরবতা খান খান,
মনখানা উত্তাল আজ যে।
দেহ যেন নিশ্চল;
আঁখি দুটি ছল ছল,
কফিনেতে বন্দী আসে সে!
সীমান্তে পাহারা;
বুকে গুলি ঝাঁঝরা,
জয়হিন্দ্ মুখে বুলি শেষ তার।
সরকার গুন গায়;
মা-র মন গুমরায়,
মাকে আজ আগলাবে কে আর!
মা ছিল ভিটেমাটি আগলে;
আজ কফিনেতে বন্দী মা-র ছেলে,
স্যালুটের গান শুধু গর্জায়।
কত্ত ভালো ছেলে বলে সরকার;
মা-র বুক হয় শুধু ছারখার,
নীরবতা মা-র চোখে বরষায়।
স্নায়ু নাড়ী টান টান;
নীরবতা খান-খা-ন।