তেল উবু চুবু তবু আলো শেষ!
পাকানো সলতে ক্ষয়ে নিঃশেষ;
ম্যাড়মেড়ে ডগা খানি।
হঠাৎ কি করে, ঝড় হীন ঘরে;
সেই শিখা যেন নিভায় নিভৃতে-
যবনিকা দিল টানি।
আহারে, বাহারে;
কত কথা সরে!
চলে গেছে পরপারে, সবে করে দূরে।
চিতায় মিলিয়ে; সব সুখ টানে আনি।
সুখ সংসার ভরা মুখ সব আলোছায়া খেলে,
কয়েক টা দিন ধরে।
পরাণে পরাণ মিশি; ছিল ভালো বেশ!
তবু পর পার; টানে নিঃশেষ!
খেলা শেষ করে যেতে হবে ফিরে।
সলতে পাল্টে জ্বলবে আবার;
জ্বালাবে আবার,
কোনো সুদূরে কোনো এক আর ঘরে!
যেতে হবে খেলা করে শেষ;
সেই সেই অজানিত পারে।
মিছে কিবা জানি তবু আসি কেন ফিরে ফিরে!
জানি, সব জানি; চলে যাব সব!
পিছে মিছে টানে তবু গৌরব।
পর পার হতে পাব সৌরভ ? কি জানি!
তেলে উবু চুবু ঘর সংসার।
বয়স বাড়লে মন চুরমার?
হয় কি-না না জানি, কেউ যেন নেয় টানি।