বয়সের ভার সহে না যে আর;
শরীর ঝুঁকেছে নীচে।
মরণ ঝুঁকেছে সে-ই সেদিকেই,
নিজ পর যেথা মিছে।
সময় এগিয়ে যত!
বেঁচে থাকা আয়ু হয় ক্ষয়।
এ প্রাণ ছুটেছে পিছু;
যেথা সব কিছু লয়।
ফুরায় সময় হেথা;
অনন্ত সময় কে-বলি জাগে!
আনন্দে নাচে মন;
যেথা শুধু দিন; পৌঁছাবে কবে।
জন্ম হলেই মৃত্যু যে আছে;
এটা তো সবাই জানে।
মৃত্যুর পর আবার জীবন!
কেউ বা সেটা কি মানে?