কেন তুই চুপ আছিস মা!

মুণ্ড খানি মাটির তলে;
চারদিকে যে আগুন জ্বলে,
তুই কিছু কি ; দেখেও দেখিস্ না!

হাসছে যারা বড়ো তারা-
সংখ্যালঘু কাঁদছে যারা;
তাঁদের কাছে; তুই কি কিছুই না!

হাসছে বেশি তাদের তরে-
আগুন ঝরে তোর্ ঐ ঘরে।
তবু তাদের কিছুই বলিস না!

বলবি জানি সবাই ছেলে
রাম র হিম একই তলে
মুখে তো তুই কিছুই বলিস না!

তুই ও কি মা একা ঘরে;
আমার মতোই অশ্রু জলে-
শুধু বসে শাড়ি ভেজাস মা!