জোনাকি
জোনাকির আলো জ্বালা রাতে,
মন চাই কাছে তোরে পেতে।
টিপ টিপ জ্বলে আলো পিছনে
কোন বুকে আলো জ্বালিস, কার মনে!
সত্যিই আলো তার জ্বলে কি?
সত্যিই আমি কি জ্বলিনি!
ক্লান্তিতে জোনাকি চুপচাপ,
আলো তার পাখা দিয়ে ঢাকা থাক।
তুই ও কি আজ তুই ক্লান্ত!
করেছিস প্রিয়ারে শান্ত!
ঘুমে তোর চোখ কি ঢুলঢুলে!
এখন ও কি আছিস এলোচুলে!
বুকে মোর আলো আজ জ্বলে কি!
ঢিপঢিপ আশা তোর জাগে নি!
কার বুকে মাথা রেখে ঘুমালি!
আশার আলোতে মোরে জ্বালালি;
ভুলে কি গেলি তুই আমারে!