জীবন হাঁটছে জীবনের মতো করে,
অনেক কাজ হয়ে গেছে বুঝি সারা!
বয়স বাড়ছে নিজের হিসেবে শুধু,
সময় বলে না একটু থমকে দাঁড়া।
তবু থমকায়, কভু চমকায়
পৃথিবী, নিজের মতোন করে।
স্তব্ধ জীবন আবার ও সচল,
সব ভাইরাস ঝেড়ে।
বয়স বাড়ছে সময় কাড়ছে,
জীবনের যত কিছু।
আজ যা আমার কাল সেটা নয়,
ধেয়ে যায় কার ও পিছু পিছু।
তবু চমকায়; তবু ধমকায়,
আপণ আপণ রব।
পৃথিবী যেদিন হারাবে যে তুমি,
স্তব্ধ কলরব!
পৃথিবীতে আমি, আমি পৃথিবীর নই;
পৃথিবী তোমাকে এত সহজেই
ক্ষমা করে দেবে,
বসে ভাব নিশ্চয়!
হারিয়ে যাওয়ার পথ নেই আর বেশি বাকি;
কাটাও জীবন নিজের মতোই করে।
ধরা মাকে শুধু একটুকু দেখ,
চেয়ে আছে তব তরে।