ঝাঁঝরা
বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে গেল শরীর;
তবু মুখে হাসি ছিল সাথে।
প্রাণ গেছে চলে তার-
কার কিবা যাই আসে তাতে!
ঘরেতে যেই বা থাকুক, সে যে সৈনিক;
প্রাণ দিয়ে তার দেশকে বাঁচাবে শপথ নিয়েছে সে।
মন ঘরে তার নাই কোনো দিন;
হারিয়েছে পথ যে।
তবু মনে ছিল সাধ-
রঙীন পতাকায়, ঢাকা হবে তার দেহ!
চারদিকে শুধু গুলির লড়াই-
আসিল না কাছে কেহ!
ভারত সীমায় পড়ে আছে দেহ তার;
সকলে নির্বিকার।
দিন সাত পরে ; শকুনের দল-
ঘিরে আছে চারিধার।
তবু ও আমরা বলেই চলব,
ভারত মাতা কি জয়।
সব জেনে শুনে ছেলেরা চলেছে;
মাতাকে রক্ষা ; করিব নিশ্চয়।