অনেকেই তো ধরতে পারে-
তোমার জন্যে একমুঠো রোদ?
একটা আকাশ!
অনেকেই তো ধরতে পারে-
তোমার জন্যে চাঁদের আলো?
মুষ্ঠি বাতাস!
অনেকেই তো ছাড়তে পারে-
তোমার জন্যে এই পৃথিবী?
যা কিছু সব!
অনেকেই তো আনতে পারে-
তোমার জন্যে মাণিক হীরে !
অনেকেই তো আনতে পারে-
সূর্য টাকে টুকরো করে!
অনেকেই তো আনতে পারে-
চাঁদের বুড়ির চামর খানি!
অনেকেই তো দিতেই পারে-
প্রতিশ্রুতির ঝলক খানি!
আমার কাছে ওসব তো নেই!
সাদা মাটা গাঁয়ের ছেলে?
অযুত নিযুত প্রতিশ্রুতি
কি লাভ তোমায় মিথ্যে বলে?
আমি তো তোমায় রাখতে পারি-
মাটির ঘর আর খড়ের চালে।
ঘুমের চোখে ; খোলা আকাশ-
ঝমঝমিয়ে বৃষ্টি হলে-
দু চার ফোঁটা ; বৃষ্টি বাতাস
খড়ের চালের ফুটো দিয়ে-
লক্ষ তারার মানিক জ্বলে;
অমাবস্যার গহীন রাতে-
ঘরের ভিতর জোনাক আলো-
ছেঁড়া কাঁথায় ঘরের মাঝে-
আলতো চুমু তোমার ভালে!
মিষ্টি আদর ! বৃষ্টি ভেজা- দুএক ফোঁটা- - -!
প্রাণ জাগবে আপন তানে!
নেই যে আমার লক্ষ কোটি প্রতিশ্রতি
যাও - - খুশি পাও ; সেই সেখানে!