যদ্দুর মনে পড়ে
দেখা যায় যদ্দুর,
মনে পড়ে তদ্দুর;
বহু স্মৃতি আজ যেন ঝাপসা!
স্মৃতির মাঝেতে স্মৃতি,
বহু কিছু বিস্মৃতি;
কিছু কিছু হয় কেন ধোঁয়াশা!
কিছু স্মৃতি আছে মনে,
ভাবি বসে আনমনে;
ভুল করে ভুলে গেছি স্মৃতি তার!
যে স্মৃতি চাই না আমি,
চলে শুধু নাহি থামি;
সেই স্মৃতি আসে ফিরে বারবার!
বিস্মৃতি ছিল বলে,
স্মৃতি আজ ও আছে বেঁচে;
স্মৃতি সুখ, স্মৃতি বড় বেদনার!
যদ্দিন আছি বাঁচি,
সুখ ও স্মৃতি নিও সাঁচি;
মরে যাক সব স্মৃতি কান্নার!
স্মৃতি তুমি ক্ষুরধার,
স্মৃতি তুমি যাতনার,
স্মৃতি তুমি কান্নার,
স্মৃতি তুমি বেদনার,
স্মৃতি যার, দুখ ও তার,
স্মৃতি যার, সুখ তার।