যাযাবরের জীবন
হায় রে জীবন
বাউল ফকির আমি।
পথে পথে চলি
কোথা আমি নাহি থামি।
আমি যাযাবর-
লোকে ভুল করে বলে, আমি বর্বর;
এখানে ওখানে ফিরি
ভিক্ষার দানে পেট ভরি।
নাই জাতপাত
লোকে বলে আমি বজ্জাত,
গতর থাকতে করি না কর্ম
মিছেই ধরেছি আমার এ বর্ম
দোরে দোরে তাই ঘুরি
যাযাবর হয়ে করি আমি গান ফিরি।