যাযাবর

আমার জন্ম হল, যে ঘরে;
র‌ইনু কদিন সেথা।
নিয়ে এলেন মা আমারে,
মা থাকেন যেথা।

হাসি খুশী তে হলাম বড়;
স্কুলের পাঠ ও শেষ।
আর ও আমায় বাড়তে হবে,
হলাম নিরুদ্দেশ।

একটি দুটি ঘুরে বছর;
আমি আরও বড়।
বিদ্যে আমার হল সারা,
বাবা বলেন, এবার কর্ম কর।

যাযাবরের জীবন আমার;
দিলাম আমি পাড়ি;
কর্মসূত্রে গেলাম বিদেশ,
বিদেশে ঘর বাড়ি।