অ এর মনে কেটেছে আঁচড়;
বুনছে পাখি বাসা।
দাগ কেটে, পড়বে কেটে;
মিথ্যে কেবল আশা!

আ এর আশা রাখবে ধরে;
প্রেম রতন ধন।
সকাল,সাঁঝ,দিন বা দুপুর-
সে মন উচাটন!

ই টা গুমরে কাঁদে;
রোজ, রাতের বেলা।
বাঁধবে কবে নিজের বাসা,
বোঝে না সে খেলা!

ঈ টা বেয়াড়া বড়;
মিলেছে কটা দিন!
তাই আশা, বাঁধবে বাসা;
বাড়ায় দুঃখের ঋণ।

ক সবারে মেজাজ চড়ায়;
স্বর বর্ণ পরে।
সবাই থাকে নিজের আশায়,
নিজে নিজেই মরে!

ক এর আশায় মরছে সবে;
খেয়াল খুশি চলে।
আমার দেশের হাল কি হবে;
স্বরবর্ণ হলে!

জেগে ওঠো স্বরবর্ণ জেগে ওঠো সবে;
তোমরা যদি না জাগো, দেশের কি হবে!