যাব না

বন্ধু ? চল্ আসি বেড়িয়ে;
         চল যাই হারিয়ে।
         মন যেথা যেতে চাই,
         মন কিছু পেতে চাই,
         মন কিছু দিতে চাই-
        ভোগ করি জীবন টা তারিয়ে।

বন্ধু ,        ভেবে দেখি একবার!
                ভুল হলে হবে সব ছারখার!
                হারাবো না এত আমি সহজে;
               কখন কি যে বলিস , ঢোকে না মগজে

বন্ধু?         ক্ষন দিন জীবনে;
                 করিস না ভাবনা।
                 আমি আছি তোর পাসে ,
                 তুই তবু যাবি না?

বন্ধু,              তোর পথ ঠিক না
                     তাই এতো ভাবনা!
                    তোর মতে ভুল পথে
                     কক্ষনো যাব না।