পর হাসি!
জ্বলে যাই।
পর দুঃখ;
চেটে খাই!
ভালো কিছু?
আলোচনা!
জ্বালা ধরে,
পারি না না।
দুঃখ কথা;
মাথা ব্যথা?
মজা পাই-
মুখে বলি হায় হায়!
পড়শীরা,
থাক দুঃখে।
কেন থাকে;
এত সুখে?
জানি জানি-
হিংসা তো করছি না!
মন মোর-
এই কথা বলছে না।
শুধু আমি।
আমি শুধু।
বুক জ্বলে;
করে ধূ ধূ!
অপরের হবে সুখ,
মন করে আনচান।
কি যে করি? মারি টান-
যাতে আসে শুধু দুঃখ।
জানি জানি-
সব জানি-
হিংসা তো করছি না।