যদি বল সত্য কথা।
হারিয়ে যাবে স্বাধীনতা।
স্বাধীনতা গেরোয় বাঁধা সংবিধানে!
নামে স্বাধীন মানুষ ভায়া;
সাথ আছে কত মিডিয়া।
তোয়াজ করে
লিখলে পরে
লাইক হাজার
যাবে যে ভরে
বাড়বে তুমি তরতরিয়ে, এত্ত মানে!
প্রতিবাদ গর্জে ওঠে;
টুঁটি খান ধরবে তারা।
স্বার্থে হানলে আঘাত;
নিমেষেই সব হারাবে।
সব কিছু ভাই--
যাবে টুটে!
যাবেই টুটে।
পালাতে পথ পাবে না।
পাশে তে কেউ থাকে না।
ছোট্ট নেতা, মন্ত্রী সম!
পাড়ার নেতা;
আমায় ক্ষম।
সত্যি কথা বললে পরে;
সত্যি তোমায় ছাড়বে না রে!
ছুটবে সব সততা,
পালাতে পথ পাবে না;
রক্ত দিয়ে কেনা আমার স্বাধীনতা!
খারাপ বলে নেই কিছু আজ;
করলে নিজে সে কাজ।
কলি কালে!
ভালো কে বলে না ভালো;
সব কিছু--
বড্ড ভালো, বড্ড ভালো, বড্ড ভালো।
যদি করে আমার নেতা!
হায় রে আমার স্বাধীনতা!
রক্ত দিয়ে কিনেছিল বীর সন্তান যত----
স্বাধীন আমি-- স্বাধীন দেশের সু নাগরিক----
তাদের চরণ তলে আমার, থাকুক আমার---
মাথা খানি চির নত!
তাদের স্মরন করে শুধু জানাতে চাই,
কোনো অন্যায়। যেন কখনো।
করার আমার। সাহস কভু না হয়।