এইতো সেদিন হারিয়ে গেল,
একটা কলম একটা ছাতা
সেদিনই তো পেলাম খুঁজে,
হারিয়ে যাওয়া ছেঁড়া খাতা।
সেদিন আবার হারিয়ে গেল
একটা রুমাল একটা ভাষা,
এক-ই দিনে খুঁজে পেলাম,
বেঁচে থাকার নূতন আশা।
দুটো হারায়, এক টাকে পাই
পাওয়ার মজা সেইখানে তাই!
যদি কিছু, আর না হারায়?
পাওয়ার সুখ পাবে কি ভাই!
বিশ্বে কিছুই হারায় না'ক
তুমি মিছেই দুঃখে থাক।
তোমার কাছে যায় যে হারায়
আমার কাছে খুঁজে তা পাই!
হারিয়ে গেলে ও থাকুক হাসি
বৃথাই কেন কান্না ক'র
আমার হাসি মুখে ধর।
হারিয়ে গেলে ও, কাঁদবে নাক
আমার সুখে সুখেই থাক।
আজ যে আমার কাল সে তোমার;
মিছে কেন দুঃখ মর!
একটা হারায় অন্য টা পাই
সদাই হাসি মুখে ধর।
আজকে যেটা হারিয়ে গেল
কোথাও আছে সে ধন তোমার---.
বিশ্ব মাঝে ছড়িয়ে আছে
হয় সে তোমার। না হয় আমার।