অনেক কর্ম শেষ হয়েছে জানি;
কর্ম অনেক বাকি আছে আর ও।
ক্ষীণ আলোকে যায় না দেখা চোখে,
এবার প্রভু হাত খানি মোর ধরো।
রক্ত তেজের রঙিন ফানুস নেই;
ফ্যাকাশে লাগে এই পৃথিবীর মায়া।
অবসরের কাঁসরঘন্টা বাজে,
এবার তো চাই তোমার ছত্রছায়া।
এইতো সময় তোমায় কাছে পাওয়া;
যা লিখেছ, সকল হল সারা!
এবার আমায় ফিরিয়ে তুমি নিও,
এইতো মায়া, এইতো তোমার ধারা!
পায়নি সময় ডাকতে তোমায় প্রভু;
জীবন পূর্ণ, ধন্য করেছ তুমি।
রস গন্ধের এই পৃথিবী ছাড়ি,
যাবই চলে তোমার কাছে আমি।
অনেক দুঃখের, অনেক সুখের মাঝে;
অনেক কান্না; অনেক হাসির রোল।
এবার শোনাও শেষের সে গান খানি,
বলুক সবে এবার হরিবোল।