বিষন্নতার কাস্তে হাতে কার হৃদয়ে আঁচড় কাটিস?
চুরি করে পেঁজা তুলো মেঘের বুকের,
ভালোই আছিস।
ভাবিস বুঝি মনে প্রাণে কাগজ ফুলে আসবে অলি?
ভালোবাসার পাথর হৃদয় কাটে না কভু,
হৃদয়ের তুই কথা বলিস!

সান্ দিয়ে তার মগজ ধোলাই;
বাটনা বাটা নোড়া শিলে,
পিষে মারিস জাঁতাকলে।

ভালোবাসার পাথর হৃদয়-
কাটে না কভু , কথা বলে।

কান্না চেপে বাটনা বাটে;
সেই মেয়েটা রোজ সকালে।
যা চলে যা, রাখ লিখে রাখ; যা হবে, ফাটা কপালে।