সেই তো আবার নাইতে হবে ভোরের বেলা!
গাছের থেকে ধার করে ফুল; গাঁথবে মালা।
ঠাকুর সাজবে ফুলের সাজে;
অনেক লোক বলবে ভালো।
কি সুন্দর তোমার গোপাল ফুলের মাঝে।
বা! কি সুন্দর! প্রণাম ঠুকবে ভক্তি করে;
আধা চলা ছোট্ট কয়েন প্রণামী বাক্সে দেবে ভরে!
বলবে; আমার মেয়ে আমার ছেলে ভালো রেখো। কর্তা আমার ; প্রমো-শনটা আটকে আছে-
কিম্বা ব্যবসা চলুক রমরমিয়ে, একটু দেখো।
গোপাল হাসে মুচকি হাসি;
সন্ধ্যে হলেই ফুলের মালা আবার বাসি।
সন্ধ্যে বেলা মালা খুলে স্নান করিয়ে;
ঘুম পাড়িয়ে তবেই ছুটি!
গোপাল হে সেই লুটোপুটি!
সেদিন তোমায় বলেছিলাম মজা করে
ভোর হলেই নাইতে হবে-------তুমি গেলে গো পালের ঘুম------
থাক ও না গো পালের কাছে ।
এ সংসার কেবল মিছে!
গো পালের হাসি চুরি করে বললে আমায়!
গোপাল কি আর আমার একার;
কোটি বেশি সেবক যে তার!
সবার দুখ গোপাল দেখে;
হাসি খুশি ও নিচ্ছে লিখে।
গোপাল বলে ভক্ত রা সব চাইতে আসে--
চাওয়ার মতো চাইলে পরে;
আমি তো দিই উজাড় করে।
আমার এবার ঘুম পেয়েছে, ঘুম পাড়িয়ে যাও বাড়ি,
কালকে এসো তাড়াতাড়ি।
গোপাল তোমায় বাড়ি পাঠাই;
রোজ ভোরে ও ডেকে তোলে।
আমি কি আর করব বলে!