ঘুলঘুলি
আমার ঘরের ঘুলঘুলিটা সর্ব ক্ষন খোলা;
আলো যখন আসে-
ঘরখানা যে হাসে,
আলোর সাথে মেশে।
আঁধার যখন নামে;
নিকষ কালো অন্ধকার,
ঘরের মাঝে জমে।
একটাই ঘুলঘুলি!
আঁধার আলো আসে!
খোঁজে মনের চোরাগলি।
আমার মনের ঘুলঘুলিটা.....!
? ? ?