মন ফাগুনের আগুন ঝরায়
কোন গহীনে তোর মনে?
সে আগুনে জ্বলছে কারা,
পুড়ছে কারা না জেনে?
নিজে পুড়ে ভাবলে কি হয়;
সে আগুনে পুড়বে সবে!
প্রতিশোধ আর নাই বা নিলি,
খুঁজে নে যে সত্যি করে ভালো বাসবে।
চিনতে যদি ভুল করে মন;
মনকে বোঝা, খুঁজে নিক মন নিজের মত!
কখন কারে দিবি ধোঁকা;
আর ভাবিস না অতশত।
নিত্য আমি আছি বসে;
বুঝ লো না তোর ঐ পোড়া মন।
ভাবিস আমি নির্গুণ তাই,
হারালি যে মাণিক রতন!
বুঝে ও মন বুঝ লো না রে;
ভালো বাসা বলে কারে!
রুপের দেমাক হারিয়ে দিল;
দেখ ফিরে দেখ আপনারে।
যারে ভালবাসলি সুখে;
বেসে ছিলি কি সত্যি ভালো!
এবার আমায় বাসতে পারিস-
ফুটুক চোখে ভোরের আলো।