সালাম ফেব্রুয়ারী।

শহীদ তোমাকে সালাম;
সালাম ফেব্রুয়ারী।
রক্তে রাঙা দিনের দুঃখেও, আমরা গর্ব করি!

সালাম ঢাকা উচ্চ শিক্ষা লয়।

বাংলা ভাষার প্রাণ পুঁতে ছিলে;
সালাম, ঢাকা উচ্চ শিক্ষা লয়।
তোমার-ই হয়েছে জয়!

সালাম শহীদ-মা সালাম।

কত মা-র বুক হয়েছে ঝাঁঝরা;
সালাম শহীদ-মা, সালাম।
অনেক রক্ত ঝরিয়ে আজ, মনের ভাষা কে পেলাম!

বিস্মরণ হয়নি কিছুই, কার কথা আর স্মরি!

বুকের মাঝে গভীর ক্ষত বাংলাতে আজ বলি;
বিস্মরণ হয়নি কিছুই কার কথা আর স্মরি!
শহীদ আমার শিরার রুধির, তোমায় বুকে ধরি।

সালাম বঙ্গ, সালাম বাংলা, সালাম ফেব্রুয়ারী।

পেয়েছি এমন মধুমাখা ভাষা;
সালাম বঙ্গ, সালাম বাংলা, সালাম ফেব্রুয়ারী।
তোমাকে বরণ করি।