জ্বলছিল
সোহাগে গল-ছিল
সুখ কলমে আঁক-ছিল
ঠিক কিম্বা ভুল ছিল
ডাগর পেট বাড়ছিল
সমাজ সংস্কৃতি সব ছিল
তাই ভয় তার মান ছিল
ভয় পেয়ে সে কাঁদছিল
চিন্তা গুলো এলোমেলো
ভাবছিল
ভাবের সাথে কইবে কথা
ভাবছিল
এমন সময় হঠাৎ করে
প্রেম আসল বলল ভীষন কড়া সুরে
বলল পেটে চালাও ছুরি
এসেছি আমি পাকা করি
সব কিছু ঠিক।
এমনি করে সোহাগ মরে। কখনো বাঁচে হয়তো বা।
তবু ভালো, ছেড়ে চলে যায় নি। না জানি এটা ও ঠিক কি-না! হয়তো ছেড়ে যাওয়া টা সেই মুহূর্তে সম্ভব ছিল না।
তাই পৃথিবীর সকল নারীদের জন্যে দুটো কথা বলতে চাই। জানি কেউ পড়বে না--- তবু ও বলব।
অন্য আর একদিন।অন্য কোথা ও ও ও----