এত্ত সুখ দিলেন হরি---
সুখ সাগরে ভাসাই তরী--
হরি কে না মনে ধরি-
হাল ধরেছি নি-জে।
পালে বাতাস দিলেন হরি---
তরতরিয়ে চলে তরী--
কামিনী কাঞ্চন মনে ধরি-
সব জেনে বুঝে!
দরিয়া মাঝে উঠলো তুফান---
কিছু না পেয়ে মন আনচান--
হরি কে স্মরণ করি-
অনেক দূরে আমার হরি; আসেন ছুটে তড়িঘড়ি।
সুখ আসলে আমার হরি---
মনে না আমি রাখতে পারি--
হরি আমার প্রিয় আমার-
সুখ সময় ডাকলাম না!
এখন আমি শরমে মরি---
আর হরি কে ছাড়বো না।